কল্পেশ্বর – ছবির মতো সুন্দর ‘দেবগ্রামে’ মহাদেবের অবস্থান
কুঁয়ারিপাস থেকে ফিরেছি কালই, আজ যাব কল্পেশ্বর। আজ অষ্টমি, বাড়ীতে থাকলে উপোস করি কিন্তু এখানে ঘুম ভাঙ্গতেই প্রথম খাবার কথা মনে এল! পাহাড়ে এই এক অভ্যেস, -রাত্রে তাড়াতড়ি খেয়ে শুয়ে পড় আর সকালে রাক্ষুসে খিদে নিয়ে উঠে গান্ডেপিন্ডে গেলো। জোশীমঠে বাজার খোলে দেরীতে, তাই সাত-সকালে(৬টা) খাবারের চিন্তা না করাই ভালো মনে করে ‘স্টক’-এর বিস্কুট নিয়ে বসলাম বারান্দায়। ভোরের আলো ফুটলেও রোদ্দুর পাহাড়ের পাঁচিল টপকে এদিকে ঝাঁপাতে পারেনি তখনও। Read more….