BENGALI TRAVEL DESK
শিমলিপাল
ভোরবেলা শিমলিপাল এর পিঠাবেটা প্রবেশ দ্বারে পৌঁছে ছাড়পত্র পেলাম শিমলিপাল এর অন্তরমহলের। পিয়াশাল,শিমূল, মহুয়া,কুঁচিলা,কুসুম কুয়াশা জড়ানো সকালে অতিথি বরণ করলো। জানা-অজানা নানা পাখির সুমিষ্ট কুঞ্জন ,জংলি পাতার ঝিরঝিরে ফিসফিসানি,আকাশিরঙ্গা প্রজাপতিদের অনাবিল ওড়াউড়ি আমাদের সাদর আহ্বান জানালো। ছোট ছোট লালচে টিলা,সরু নালার লালচে জলস্রোত, ইতি উতি উইঢিবির লালচে কারুকার্য, খাদের পাশের লালচে কাঁকুরে আবছায়া পথরেখা আমাদের রক্তিম আলিঙ্গন করলো। ল্যান্টেনা,রঙ্গন ,পুটুস ও ঘেঁটু ফুলের অকৃত্রিম সজীব জংলি গন্ধ গাড়ির ডিজেলের গন্ধ ভেদ করেও শিমলিপালের গায়ের আঘ্রান দিচ্ছিল।