ঘুরে এলাম লাল কাঁকড়ার দেশে….
দক্ষিণ পুরুষোতমপুরের একটি গ্রাম মন্দারমনি, সমুদ্র সৈকত ও পিচাবনি মোহনার মাঝখানে অবস্থিত এই সমুদ্র সৈকত। এই সি বিচের এর মুখ্য বিষয় হলো লাল কাঁকড়ার কার্পেট যা অনেকখানি সমুদ্র সৈকত জুড়ে রয়েছে, যেই কারণে সমুদ্র সৈকতটি লাল কাঁকড়ার বিচ নামেও পরিচিত।





