BENGALI TRAVEL DESK
সতপন্থ তাল এর পথে
লোকগাথা হল, ‘সতপন্থ-তাল’ এর রাস্তা পান্ডবদের স্বর্গে যাওয়ার রাস্তা৷ যদিও উত্তরাখন্ডের বিভিন্ন প্রান্তের মানুষই এমন দাবি করে থাকেন যে, তাঁদের কাছাকাছি উত্তুরে পথটাই হল সেই আদি পথ৷ এতে অবশ্য বিস্ময়েরও কিছু দেখিনা, বাস্তবিকই জায়গাগুলো দেখলে মনে হতেই পারে, -এইটাই বুঝি স্বর্গের পথ৷ অন্তত আমার তো তেমনই মনে হয়৷ যাক্, সেবার সেই পথেই গিয়েছিলাম শুধুমাত্র ঐ তালটাকে দেখে আসব বলে, কোনো স্বর্গারোহণের জন্য কিন্তু নয়৷ মুখে যতই বিরক্তি দেখাই না কেন, আমাদের এ’ ‘নরক’ এর প্রতি যে কী টান তা ঐ স্বর্গের পথে গেলেই বোধগম্য হয়৷ Read more……