রুদ্রনাথ – এই পথের শেষ হয় সৌন্দর্য আর পুণ্যের সঙ্গমে
মহালয়ার রাতে স্যাক্ কাঁধে যখন ট্রেনে চড়লাম, সহযাত্রীরা গভীর ঘুমে ডুবে। নিজের নির্ধারিত বার্থ খুঁজে নিয়ে সে ডুব দিতে আমারও বেশী সময় লাগল না। ঘুম ভাঙল চারদিকের ক্যাঁচর-ম্যাঁচর শব্দে। ট্রেন দাঁড়িয়ে, – হকারদের ব্যস্ত যাতায়াত, জানলা গলে ঢুকে আসা নরম রোদ্দুর, সব ছেড়ে চোখ পড়ল সাইড বার্থে মুখোমুখি বসা দুটো পুচকের দিকে। ছোট্ট মুখে যেন খুশি উপচে পড়ছে – মনে হল এ যেন সক্কাল সক্কাল দেবদর্শণ! Read more…..