হর-কি-দুন কি লালি
পরদিন সকাল ৮টায় সিয়ানগাড্ এর ওপর ছোট্ট কাঠের পুল পেরিয়ে হরকিদুনের রাস্তা ধরলাম। পুল নাপেরিয়ে সোজা রাস্তা চলে গেছে রুঁইসারাগাড্ এর দিকে। সকালের নরম রোদে পাহাড়ি মেয়েরা চলেছে ক্ষেতের কাজে। আমাদের দেখে তাদের অহেতুক হাসাহাসি – বিব্রত বোধ করি। খানিক বাদে নিজেরাই কাছে এগিয়ে এসে হাত পাতে –“মিঠা সাব”, মানে আমাদের কাছে লজেন্সের প্রার্থণা। প্রকৃতির আপন খেয়ালে বেড়েওঠা সুন্দরীদের আবদার মেটাতে সবাই দরাজ হয়ে উঠি। আবার এগিয়ে চলা। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যের মুখে হরকিদুন। Read more……