সতপন্থ তাল এর পথে
Published by Editor on
সতপন্থ তাল এর পথে
– সুমন্ত মিশ্র
আমার দ্বিতীয়বার বদ্রীনাথ যাওয়া, -২০১০৷ বদ্রী ছাড়িয়ে আরও একটু ওপরে ‘সতপন্থ-তাল’, সেবার ওখানেই যাওয়া৷ ’৯৮-এ দেখা ছোট্টো বদ্রী ততদিনে জড়সড় বিরাট বিরাট হোটেল, আশ্রম আর ধর্মশালার আড়ালে, -গেরুয়া-ব্যাবসা আমাকেও দাঁড় করিয়েছিল এক মন-খারাপের বারান্দায়৷ মনে পড়ছিল কাজী নজরুলের লেখা,-“ভারত জুড়িয়া শুধু সন্ন্যাসী সাধু ও গুরুর ভিড়,/তবু এ ভারত হইয়াছে কেন ক্লীব মানুষের নীড়?” হয়ত আজও দেশের কোটি কোটি মানুষের মনে এই নিরুত্তর প্রশ্নই ঘুরপাক খায়! তবু এ যে হিমালয়, ক্ষুদ্রতা নীচে রেখে ওপরে ওঠার মন্ত্র এর পথে-প্রান্তরে! তাই উজিয়ে আসা দেশোয়ালীর ভিড়ে ‘ভালো কিছু’র খোঁজ মিলেছিল সেবারও৷-সে’দিনের ছবি দেখে আজও তার কত কিছুই মনেপড়ে, -খুশি খুশি মন একা একাই কথা বলে৷ আজ সেই কথাচালাচালির সাথে আপনাদেরও সঙ্গী করি৷
লোকগাথা হল, ‘সতপন্থ-তাল’ এর রাস্তা, -পান্ডবদের স্বর্গে যাওয়ার রাস্তা, -যদিও উত্তরাখন্ডের বিভিন্ন প্রান্তের মানুষই এমন দাবি করে থাকেন যে, তাঁদের কাছাকাছি উত্তুরে পথটাই হল সেই আদি পথ! -এতে অবশ্য বিস্ময়েরও কিছু দেখিনা, বাস্তবিকই জায়গাগুলো দেখলে মনে হতেই পারে, -এইটাই বুঝি স্বর্গের পথ৷ অন্তত আমার তো তেমনই মনে হয়৷ যাক্, সেবার সেই পথেই গিয়েছিলাম শুধুমাত্র ঐ তালটাকে দেখে আসব বলে, কোনো স্বর্গারোহণের জন্য কিন্তু নয়! মুখে যতই বিরক্তি দেখাই না কেন, আমাদের এ’ ‘নরক’ এর প্রতি যে কী টান, -তা ঐ স্বর্গের পথে গেলেই বোধগম্য হয়৷
এ পথের দৈর্ঘ্য মোট ২৫কিমি৷ -আমরা গিয়েছিলাম প্রচলিত পথ এড়িয়ে, -অর্থাৎ ‘মানা’র রাস্তায় না হেঁটে মন্দিরের পেছনের রাস্তা ধরে৷ এতে সুবিধে এই, -রাস্তাও কিলোমিটার খানেক কম পড়ল আর অলকানন্দার ওপর জমে থাকা শক্ত বরফও পেরোতে হল না৷ অলকানন্দাকে ডানদিকে রেখে আঁকাবাঁকা পাহাড়ি পথ এসে বাঁক নেয় মানার উল্টোদিকে৷ পাহাড়ের আড়ালে হারিয়ে যায় বদ্রী, শুরু হয় ফুসা ঘাসে ভরা পথ, -‘চামতোলি-বুগিয়াল’৷ বদ্রীনারায়ণের চরণ ধুতে নদীর যেখানে ঝেঁপে আত্মপ্রকাশ সেইখানটুকু সাবধানে পেরিয়ে এসেই ‘লক্ষ্মীবন’৷ কথিত আছে এখানেই দেহ রাখেন দ্রৌপদী, পূর্ণিমা রাতে এখানেই নাকি বেড়াতে আসেন স্বয়ং লক্ষ্মী-নারায়ণও! আমরাও গলদঘর্ম হয়ে ঢুকলাম কিনা সেই ভূমে! তখন অবশ্য অত-শত ভাবার অবকাশ ছিল না, শুধুই হাঁফ ছেড়ে প্রথম দিনের তাঁবু ফেলা, -প্রকৃতির শিশুদের নিশ্চিন্ত রাত্রিবাসের আয়োজন৷ কিন্তু ‘নিশ্চিন্ত রাত্রিবাস’ আর হল কই! সারারাতই চলল খেপে খেপে বৃষ্টি৷ বৃষ্টির জলে ‘আউটার’ ভিজে একশা! -তাঁবুর ভিতরেও চুঁইয়ে ঢুকল জল৷ তাই বারেবারে নিজেদের স্যাকেরও অবস্থান বদলাতেই ঘুমের দফা রফা! সে’ রাতের ভোরও হল ঘোলাটে৷ আকাশ ফাটা ফাটা নীল, বাকিটা ছাই-কালো রঙে ছাওয়া৷ দুশ্চিন্তার ঝাঁপি নিয়েই সেদিনের পথ চলার প্রস্তুতি নিই, -গন্তব্য চক্রতীর্থ৷
সতপন্থ, অর্থাৎ সত্যের পথ, -তবেই না সে পথের শেষে স্বর্গ-দ্বারের দেখা মেলে! আর সত্যের পথ, -সে তো হবেই কিঞ্চিৎ কঠিন, -তাই এ পথে কষ্টও কিছু আছে বটে৷ লক্ষ্মীবন থেকে চক্রতীর্থ ১১কিমি পথ, -ঘন্টা দেড়েক দুলকিচালে হেঁটেই পৌঁছে যাই অলকাপুরী, ডানদিকে বিস্তীর্ন পাহাড়ের ঢালে অলকানন্দার উৎসমুখ৷ -সেই অলকানন্দা, একদা যার জলে হৃদি ভাসিয়েছিলেন জনৈক বাঙালি কবি! অলকাপুরী পর্বতের নীচে এগিয়ে আসা খাঁদু খড়ক্ থেকে জন্ম এই অলকানন্দার৷ ‘খড়ক’-এর অর্থ হল হিমবাহ৷ খাঁদু খড়ক্ সতপন্থ শৃঙ্গের ঠিক পূর্বদিকে অবস্থিত৷ কিন্তু ও’দিক দিয়ে শৃঙ্গ আরোহণের পথ না থাকায় সতপন্থের অভিযান হয় গঙ্গোত্রী-গোমুখ পেরিয়ে বাসুকিতালের পথ দিয়ে৷ অলকাপুরী পৌঁছতেই বৃষ্টি নেমেছিল বেশ, চড়াই শুরুর মুখেই ভেজার ভয়ে সবাই যখন আড়াল খুঁজতে ব্যস্ত, -তখনই ওপর থেকে নেমে আসতে দেখলাম একদল সুসজ্জিত ট্রেকারকে৷ পাহাড়ে অচেনা কোনো গন্তব্যে যাওয়ার পথে ফিরতি পথের পথিক দেখলেই মন উৎসুক হয়ে ওঠে খোঁজখবর নেওয়ায়৷ এখানেও তার ব্যাতিক্রম হল না, -কিছুটা গায়ে পড়েই জিজ্ঞেস করলাম, -ওপরের আবহাওয়া কেমন, আরও কোনো টিম ওপরে আছে কিনা? ওঁরা যা বললেন তাতে মনটা একটু খারাপই হয়ে গেল! বললেন, ওঁরা চক্রতীর্থে দু’-রাত্রি কাটিয়ে আজ বাধ্য হয়ে নীচে নেমে আসছেন, আবহাওয়া অত্যন্ত খারাপ এবং ওখানে এখনই প্রায় চার ফুট বরফ পড়ে গেছে৷-ওঁরা নেমে আসার সময় চক্রতীর্থের বেশ খানিকটা আগে আরও একটা দলকে দেখেছেন, তাঁরাও নাকি ফিরে আসার জন্য তৈরী হচ্ছেন! বেলচা এবারই প্রথম আমার সাথে এসেছে, -ওর মুখ দেখেই বুঝতে পারি একটু ভয়ও পেয়েছে, তাই ওঁদের বিদায় দিয়ে পরিবেশটা হালকা করতে বলি, -আরে সঙ্গে তাঁবু আছে, খাবার আছে, চিন্তা কী! যেখানে গিয়ে মনে হবে আর যাওয়া যাবেনা, -ফিরে আসব, সিম্পল! ততক্ষণে বৃষ্টি ধরে এসেছে, শুরু হল আমাদেরও নতুন করে চড়াইভাঙা৷ প্রায় ঘন্টাখানেক চড়াই চড়ে উঠে এলাম এক জল-থইথই রাজ্যে, -‘সহস্ত্রধারা’৷ আশপাশের পাহাড়ের গা বেয়ে নেমে আসছে কুলুকুলু জলস্রোত, কতকটা ঝরনার মত আবার কতকটা না৷ ঐ জোলো রাজ্যে দূর আকাশের বুকে সেঁটে থাকা পার্বতীর সাদা মুকুট আর মাথার ওপর মেঘ-ফাটা আসমানি-নীল মিলে যে সুন্দর জলছবি তৈরী করল, -তা’ দেখেই সবাই বসে পড়লাম ছড়িয়ে ছিটিয়ে, আমাদের জলপানের বিরতি৷ বিরতি দীর্ঘস্থায়ী হল না, -দেখতে দেখতে চারপাশ ছেয়ে গেল সাদা মেঘে, শুরু হল সাবুদানার মত বরফবৃষ্টি৷ আমাদের সহযোগীরা তাড়া লাগালেন, -“উঠো সাব, বহুত চলনা বাকি, জলদি জলদি ভাগো৷” শুনেছি, ‘ভাগ্যবানের বোঝা ভগবান বয়’, -পাহাড়ে আমাদের মত ভাগ্যবান পথিকদের বোঝা এঁদেরই তো বরাবার বইতে দেখেছি! তাই আজ জোর গলায় বলি, আমি হিমালয়ের পথে ভগবানের সহচর্য পেয়েছি৷
জল-রাজত্ব পেরিয়ে এসে ধানো-গ্লেসিয়ারের মাথায় চড়তেই সবাই সবাইয়ের দৃষ্টির আড়ালে চলে গেল, -মেঘরাজ্যে পায়ের সামনেটুকু দেখেই চলল পথ চলা৷ নিস্তব্ধ প্রান্তরে নিজেদের শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনেই এগিয়ে যাচ্ছি আমরা, -বেশ কিছুক্ষণ চলে কিছু কথাবার্তার শব্দ যেন শোনা যেতে লাগল! সেই শুভ্র অন্ধরাজ্যে একে একে সবাই গিয়ে মিলিত হলাম সেই দলটারই সাথে, -যাঁদের কথা শুনিয়েছিলেন আগের যাত্রীরা৷ এঁরাও শোনালেন রোমহর্ষক বর্ণনা, -কী প্রচন্ড দুর্যোগ, কী বরফের স্তুপ! এঁরা একধাপ এগিয়ে ৫ফুট বরফের কথা বলামাত্র বুঝতে অসুবিধা হল না, -গোচালা থেকে হেমকুন্ড প্রায় সব চলার পথেই যেমন একদল করে অতিরঞ্জনকারী বাঙালির দেখা পেয়েছি, -এঁরাও ঐ গোত্রেরই, অন্যকে মানসিক দুর্বল করাতেই যাঁদের পরিতৃপ্তি৷ ওঁদের সাথে ‘খেজুরে আলাপ’ সেরে নিশ্চিন্ত মনে আবার এগিয়ে চলা৷ বেলা যখন প্রায় ২টো, -খিদেয় পেট চুঁইচুঁই, -পিঠের স্যাকটাকে ইচ্ছে করছে ছুঁড়ে খাদে ফেলে দিতে, -তখনই শুরু হল পেঁজা-তুলোর মত বরফ পড়া৷ আমরা আশ্রয় নিলাম এক প্রকান্ড পার্বত্য গুহাতে, -আমাদের মধ্যাহ্নভোজের বিরতি৷ টানা প্রায় ঘন্টাখানেক চলল সেই বরফবৃষ্টি, -গুহার ভেতর ঘামে ভেজা কাপড় পাল্টে, হালকা জগিং করে নিজেদের উষ্ণ রাখার প্রাণপন চেষ্টা জারি থাকল আমাদের৷ বরফ পড়া থামতেই আবার নতুন করে পথ চলা৷ আধঘন্টা চলেই মুখোমুখি চক্রতীর্থের পথে শেষ চড়াই-এর, শরীর যেন আর চলে না! তবু পাহাড়ে আসা মানেই যে উচ্চতাকে ডিঙ্গিয়ে চলা! এমনই উঠতে উঠতে ওপরে, অনেক ওপরে একটা মানব শরীরকে উচ্ছ্ল হরিণের মত নীচে নেমে আসতে দেখলাম, -কাছে আসতে দেখি, -ঝাড়া হাত-পা, পেরিয়ে যাবার সময় একটু ‘হাই-হ্যালো’ পর্ব যা সারা হল! বিচ্ছিরি আবহাওয়াকে সঙ্গী করে টানা প্রায় আট ঘন্টা পথ চলছি, বিদেশিনীর সঙ্গে দু-দন্ড আলাপচারিতার ইচ্ছেও তখন আর অবশিষ্ট নেই৷ চক্রতীর্থের সবুজে পা দিয়েই প্রথম চোখে পড়েছিল ওঁদের তাঁবু৷ কিন্তু তখন যে প্রকৃতি প্রলয়ঙ্কর! বরফঝড় সঙ্গী করে বড় একটা পাথরের আড়ালে ‘টেন্ট পিচ্’করতেই আমাদের লেগে গেল ঝাড়া ৪০মিনিট৷ প্রকৃতি যখন শান্ত হল, -দু’চোখ ভরে দেখলাম তাকে৷ আনন্দযজ্ঞের নেমন্তন্ন-কার্ড হাতে না পেলে যে এই দৃশ্য দুর্লভই থেকে যায়, -অনুভব করলাম আবার৷ দু’দিন, দু’রাত্রি অপেক্ষার পরও যাঁরা এ’দৃশ্য না দেখেই ফিরে গেছেন, -পথেই যে মিলিত হয়েছি তাঁদের সাথেও৷ বিভূতিভূষণের ভাষায় বললে বলা হয়, -“দুর্বল-চিত্ত মানুষের পক্ষে সে রূপ না দেখাই ভাল, সর্বনাশী রূপ সে, সকলের পক্ষে তার টাল সামলানো বড় কঠিন”৷ আমি ভাবছিলাম, সতপন্থের পথেও যাঁদের সর্বাঙ্গে লেপ্টে থাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যের বোঝা, -তাঁরা হয়ত স্বাভাবিক নিয়মেই এ’ দৃশ্য দেখা থেকে বঞ্চিত থেকে যান!
চক্রতীর্থ আসলে দেবতার পারমানবিক অস্ত্রাগার৷ কেন বললাম এ’কথা? কথিত আছে, -নারয়ণ তাঁর অস্ত্রাগারের সেরা অস্ত্র, অর্থাৎ সুদর্শন চক্র এখানেই লুকিয়ে রাখতেন, -তাই এঁর নাম চক্রতীর্থ৷ আমার আবার মনে হল চক্রাকারে এখান থেকে বহু তীর্থ দর্শণ হয়, তাই এর নাম হয়তো চক্রতীর্থ! পার্বতী, বালাকুন, চৌখাম্বা, কুবের –হিমালয়ের এই রথী-মহারথীরা ঘিরে রেখেছে এঁকে৷ আমরা যাঁরা নেহাতই পর্যটক, তাদের কাছে এই শিখরগুলোই তো এক একটা তীর্থ! অশান্ত প্রকৃতির আড়ালে লুকিয়ে থাকা বিস্ময় চাক্ষুষে যখন সবাই আত্মহারা তখনই আরও চমৎকৃত হওয়ার পালা, -নেমন্তন্ন এল ঐ বিদেশী দলের সাথে কফি খাওয়ার৷ ওঁরা, অর্থাৎ ঐ বিদেশিনী ও তাঁর স্বামী, এসেছিলেন পর্তুগাল থেকে, ওঁরা সদ্য বিবাহিত এবং বিয়ের এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, -ওঁদের মধুচন্দ্রিমাটা ওঁরা সারবেন ভারতবর্ষের পার্বতী শৃঙ্গ জয় করে! সে’দিন আমার তাঁবুর জানলায় পার্বতীর দিকে চোখ রেখে শুধু ভেবেছি, -এভাবেও ভাবা যায়! নতুন করে ধরা দিয়েছে ভালোবাসার আরেক রূপ, দেখেছি ভালোবাসায় জন্ম নেওয়া নতুন উচ্চতা ছুঁয়ে দেখার স্বপ্ন ও আত্মবিশ্বাস! হিমালয়ের আপন দেশের এক নাগরিক শ্রদ্ধায় কুর্নিশ জানিয়েছে ঐ নবদম্পতিকে৷ অনেক, অনেক বছর পর আই এম এফ-এর এক জার্নাল-এ পড়েছিলাম ওঁদের সফল অভিযানের কথা, আনন্দে উদ্বেল হয়েছিল মন৷
আমাদের ইচ্ছে ছিল সতপন্থ তালে রাত্রিবাসের, কিন্তু ওঁদের লিঁয়াজ অফিসার জানালেন, -আবহাওয়া আগামী তিনদিন আরও খারাপ হতে পারে, তাই তাঁবু এখানে রেখে ঘুরে আসাই ভালো৷ সেইমতই পরদিন সকালে হাঁটা দিয়েছিলাম দেবতার বৈঠকখানা ছেড়ে অন্তঃপুরের দিকে৷ চক্রতীর্থের পাঁচিল টপকে ওদিকে নামতেই শুরু হয়েছিল বোল্ডার জোন, -সে তো পথ নয়, হিম মিশ্রিত শিলাসমুদ্র! পথ চলতেই দেখেছি বালাকুনের গায়ে হিমপ্রপাতের রোমহর্ষক রূপ, শুনেছি হাড় হিমকরা তার গর্জন! ঐ বিস্তীর্ণ শিলাসমুদ্রে আছড়ে-পিছড়ে শরীর যখন সতপন্থ তাল-এ পৌঁছল, -সব ভুলে মনে তখন শুধুই লক্ষ্য পূরণের স্বস্তি৷ এখানের প্রচলিত লোকগাথা, -এই ত্রিকোণাকৃতি সরোবরের তিন কোণে প্রতি একাদশী তিথিতে স্নান সারেন স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর৷ ভাবতে ভালোলাগে মানুষ তার সুখ-দুঃখে কী অসীম মমতায় বেঁধে রেখেছে তার ইষ্টদেবতাকে! প্রকৃতির রূপে মুগ্ধ হতে আসা মনে তাতে এতটুকু বিরোধ জন্মায় না৷ রবি ঠাকুরের গান মনে পড়ে, -“গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে- / সবার তুমি আনন্দধন হে প্রিয়, আনন্দ সেই আমারও।” আজ প্রায় একযুগ পরেও যখন সবাইকে সতপন্থের গল্প শোনাচ্ছি, তার বরফগলা পান্না-সবুজ জলে শুধুই হৃদয়ের উষ্ণতা৷
সতপন্থ তাল-এর উচ্চতা ১৪২৫৮ফুট৷ বদ্রীনাথ থেকে মোট ২৫কিমি পথ৷ বদ্রী থেকে লক্ষ্মীবন ৯কিমি-উচ্চতা ১২০০০ফুট৷ লক্ষ্মীবন থেকে চক্রতীর্থ ১১কিমি-উচ্চতা ১৩৬৫৮ফুট৷ চক্রতীর্থ থেকে সতপন্থ তাল ৫কিমি৷ মোট পাঁচ দিনের চলা পথ(তিন দিনে যাওয়া, দু’দিনে ফেরা)৷ যাওয়ার আগে জোশীমঠ-এ ইনার লাইন পারমিট করিয়ে নিতে হয়৷
0 Comments